হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরের ফ্রি মেডিকেল ক্যাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

পরেশ দেবনাথ:

কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৫ শতাধিক রোগী পেল ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবাদান। রোগীরা অত্যান্ত খুশি। মঙ্গলবার (৭ জানুয়ারি-২৫) সারা দিনব্যাপী প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) সমাজ সেবা, স্বাস্থ্য ও আত্মনির্ভরশীল প্রশিক্ষণ মূলক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) কেশবপুর বাজারের মাইকেল মোড়ে প্রধান কার্যালয়ের আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ,কে,আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিরলসভাবে নাক, কান, গলা, চর্ম, শিশু, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন এবং ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও শতাধিক রোগীর রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়।

মেডিকেল ক্যাম্পে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান করেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: জি.এস.কে ডালিম ও মেডিকেল অফিসার ডা: রিপন রায়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।

প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)-এর ভাইচ চেয়ারম্যান প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) মোঃ নজরুল ইসলাম, ডেভেলপমেন্ট ডিরেক্টর (পিটিএফ) মিজানুর রহমান (মায়া), শাখা পরিচালক, প্রধান কার্যালয় (পিটিএফ) মোঃ আনিছুর রহমান, কর্মকর্তা পরিচালনা পরিষদ, PTF মোঃ ইছহাক আলী, ডেভেলপমেন্ট ডিরেক্টর (পিটিএফ) মোঃ মুজিবুর রহমানসহ একঝাঁক শিক্ষানবিশ শিক্ষার্থী নিরলসভাবে সেবা করেছেন। অনুঠানে সাংবাদিক কামরুজ্জামান রাজু, পরেশ দেবনাথ, আবু বক্কার সিদ্দিক, সোহেল পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদর সেবাদান কার্যে আপ্রাণ সহযোগিতা করেছেন, প্রতিষ্ঠানের শিক্ষানবিশ শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান, মৌসুমী সুলতানা, সুমনা বহমান, শিলা রণী সরকার, তাহমিনা আক্তার (হিরা), মোঃ শাহিনুর রহমান, আবুল কালাম আজাদ, বিপাষারানী বিশ্বাস, ফারজানা খাতুন, মিম খাতুন, নাজমা খাতুন, আব্দুর রহমান, আসমুতুল্লাহু, জাফর উল্লাহ, আরিফুল ইসলাম, মোঃ সাদেক বাচ্চুসহ আরও অনেকে।

সমাজ সেবা, স্বাস্থ্য ও আত্মনির্ভরশীল প্রশিক্ষণ মূলক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮৬০ সালের সোসাইটি রেজিষ্ট্রেশন এ্যাক্টের ২১ নং ধারা অনুযায়ী নিবন্ধীত-রেজি নং- কে এইচ এস-৪৪৩, রেজিষ্ট্রার্ড ও প্রধান অফিস: মাইকেল মোড়, কেশবপুর বাজার, কেশবপুর, যশোর) ৬৪ বছর ধরে মানুষের মাঝে সেবামূলক কাজ করে চলেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন