হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের পাজিয়ায় সাহিত্য পত্রিকা আলোকের এই ঝর্ণাধারা পত্রিকার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, কেশবপুর( যশোর) :

শুক্রবার সন্ধ্যায় সাহিত্য সংগঠন বিপ্রতীপ কার্যালয়ে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দশক সাহিত্য সংসদের কবি আহসান উল্লাহ সান সম্পাদিত সাহিত্য পত্রিকা আলোকের এই ঝর্ণাধারায় মোড়ক উন্মোচন করা হয়।

এসময় পত্রিকাটির উপর আলোচনায় অংশ নেন প্রভাষক হাসেম আলী ফকির, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কবি আহসান উল্লাহ হাসান, কবি মকবুল মাহফুজ, আশুতোষ বিশ্বাস, বিপ্রতীপ পরিচালক নয়ন বিশ্বাস, পাজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, কবি রিয়াজ লিটন, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, কবি কৃষ্ণ পদ সরকার, জাকির হোসেন লালটু, হাদিউজ্জামান জয় প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন