হোম খুলনাযশোর কেশবপুরের পাঁজিয়া পাথরা বিলের পানি নিষ্কাশনে আর্থিক সহায়তা চেয়ে আবেদন

কেশবপুরের পাঁজিয়া পাথরা বিলের পানি নিষ্কাশনে আর্থিক সহায়তা চেয়ে আবেদন

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের পাঁজিয়া পাথরা বিলের পানি নিষ্কাশনে সেচের তেল সংকট কাটাতে আর্থিক সহায়তা চেয়ে ইউ এন ও বরাবর আবেদন করেছেন বিলের পানি সেচ কমিটির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ইউ এনও অফিসের সি এ টু আব্দুস সালাম আবেদন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেচ কমিটির সদস্য মহির উদ্দিন বিশ্বাস, ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, কৃষক মাহম্মুদুল হাসান, আব্দুল গফুর সহ কৃষকদের একটি অংশ।

আবেদনে উল্লেখ করা হয়েছে যে,ইরি বোরো আবাদ করতে কৃষকদের উদ্যোগে সেচ দিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। সেচের কাজ শেষ প্রান্তে চলে আসে,কৃষক তাদের ধান আবাূ শুরু করে। সেমুহুত্বে আড়োখালি খালে দেয়া বাঁধ প্রশাসনের তরফ থেকে কেটে দেয়ায় নুতন করে প্রায় ২’শ হেক্টর জমি প্লাবিত হয়, কৃষক রা ক্ষতি গ্রস্ত হয়ে পড়েছে। অতি দ্রুত সরকারি সহায়তা না পেলে ধানের আবাদ করা দুরুহ হয়ে পড়বে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন