স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরেরপাঁজিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইকবাল হোসন ও সদস্য সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত অনুমোদিত কমিটি:
ওয়াড
০৯ নম্বর : সভাপতি – মন্টু সরদার, সেক্রেটারি -মিজানুর রহমান গাজি,সাংগঠনিক -মুন্তাজ গোলদার
০৮ নম্বর – সভাপতি -জুলফিকার আলী, সেক্রেটারি -ডালিম গাজী, সাংগঠনিক -কবির হোসেন।
০৭ নম্বর- জামাল হোসেন সভাপতি, আমজদ হোসেন কে সেক্রটারি ও আব্দুল হালিম কে সাংগঠনিক সম্পাদক।
০৬ নম্বর ওয়ার্ড – বাহাদুর মোড়ল সভাপতি, তৈনুর গাজী কে সেক্রেটারি ও জাহিদ বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক।
০৫ নম্বর ওয়ার্ড – জামাল সরকার সভাপতি, হাফিজুর গাজী সেক্রেটারি ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক।
০৩ নম্বর ওয়ার্ড – জাহাঙ্গীর আলম সভাপতি, মাসুদ রানা সেক্রেটারি ও মতিয়ার মোড়লকে সাংগঠনিক সম্পাদক।
০২ নম্বর ওয়ার্ড – রাজু আহম্মেদ সভাপতি, হাফিজুর রহমান সেক্রেটারি ও মোঃ ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে প্রতি ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।