স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
মঙ্গলবার সকালে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনয়নের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মত ভাবে প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত হন ০৯ নম্বও ওয়ার্ড মেম্বার সিরাজুর ইসলাম, প্যানেল চেয়ারম্যান-২ মনোনীত হন সংরক্ষিত আসনের ইউপি সদস্যরা সালমা খাতুন ও প্যানেল চেয়ারম্যান -৩ মনোনীত হয়েছেন মেম্বার শহীদুল ইসলাম সরদার।
সভায় ইউপি চেয়ারম্যান সহ সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্যপানেল চেয়ারম্যান গঠণের সত্যতা স্বীকার করেছেন।
অপরদিকে মিডিয়া বান্ধব খ্যাত মেম্বার সিরাজুল ইসলাম প্যানেল চেয়াারম্যাপন -১ মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ওেকশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধাপরণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।