স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
পঞ্চমধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁজিয় ইউনিয়নের একটি ওয়ার্ড থেকে পঞ্চমবার ইউপি সদস্য নির্বাচিত হলেন ব্এিনপি নেতা রেজ্উাল ইসলাম গাজী।
এ ইউনিয়নের ০৭ নম্বর রাজনগরবাঁকাবর্শী ওয়ার্ড থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম গাজী নির্বাচনে বিজয়ী হয়ে আসছেন। তার নির্বাচন চলাকালিন সময়ে তার বিরুদ্ধে যশোওে একটি মামলা দিয়ে মাঠছাড়া করার চক্রান্ত চলে ।
এর পরও তিনি মানুষের ভালোপবাসায় পঞ্চমবার বিজয়ের গৌরব অর্জন করেন। রেজাউল ইসলাম সাংবাদিকদেও বলেন মানুষের পাশে থেকে সেবা করলে মানুষ ভুলে না। তিনি এলাকার ভোটার সহ শুভাকাঙ্খীদেও কাছে কৃতঞ্জতা প্রকাশ করেছেন।