হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের নুড়িতলা বাজারে অগ্নি কান্ডে তিনটি দোকান পুড়ে তিন লক্ষাধীক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে পাঁজিয়া নুড়িতলা বাজারের তিনটি দোকান ঘর পুড়ে ভষিœভুত হয়েগেছে।১মে দুপুর সাড়ে ১২টার দিকে ওই আগুনে পুড়ে প্রায় তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে আব্দুল মমিনের ইলেক্ট্রনিক্সের দোকান,মোক্তার আলির চাউলের দোকান ও মিজানুর রহমানের পান বিড়ির দোকান। দুপুরে দোকান ঘরে কেউ না থাকার ফলে যখন আগুন দাউ-দাউ করে জ্বলতে দেখে এলাকাবাসী সম্মিলিত ভাবে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এঘটনায় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ওখানে পাঠানো হবে।এরপর ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সরকারী ভাবে ক্ষতিপূরনে সহায়তা করা হবে।এলাকাবাসীর অভিমত বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন