হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের ক্ষুধার্ত হনুমানের পাশে শুভসংঘ

কেশবপুরের ক্ষুধার্ত হনুমানের পাশে শুভসংঘ

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর) :

কালের কন্ঠ শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিরল প্রজাতির ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে শহরের হাসপাতাল এলাকা এবং সদর ইউনিয়নের মধ্যকুল ও রামচন্দ্রপুরে ভবঘুরে হনুমানের ক্ষুধা নিবারণের জন্য পাকা কলা, পাউরুটি ও বাদাম দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক এনামুল হক কাজল, সাধারণ সম্পাদক ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর সরকার, কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান, শুভসংঘের উপজেলা প্রচার সম্পাদক শওকত আলী, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, কামরুজ্জামান রাজু প্রমুখ।

শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ মধ্যকুল এলাকায় ক্ষুধার্ত হনুমানের খাদ্য দেওয়ার সময় স্থানীয় এলাকাবাসী বিরল এ প্রজাতি কালোমুখো হনুমানের পাশে দাঁড়ানোর আহবান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন