হোম খুলনাযশোর কেশবপুরর গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন

কেশবপুরর গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

পরেশ দেবনাথ:

৫৩ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় মেয়েদের হকিতে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি খেলোয়াররা। বুধবার চট্টগ্রাম এম এ  আজিজ স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়া খাতুন মেয়েদের সাইকেলিং প্রতিযোগিতায় দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করেছে। শুক্রবার সকালে তারা কেশবপুর পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। এলাকাবাসী তাদেরকে ব্যান্ড পার্টি সহকারে স্বাগত জানায়। পরে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিম কেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিম ও সাইকেলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিয়া খাতুনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন