হোম ফিচার কেবিসিতে ১ কোটি রুপি জিতলেন ১২ ক্লাস পড়া গৃহিণী কবিতা

বিনোদন ডেস্ক :

স্বাধীনতা দিবসের সপ্তাহে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতির ১৪ নম্বর সিজন। ৭৫ লাখ জিতেছেন দুজন। তবে ১ কোটি জয়ী এলো এই প্রথম। এক মাস পর মিলল কৌন বনেগা ক্রোড়পতির ১৪ নম্বর সিজনের প্রথম কোটিপতি।

মহারাষ্ট্রের কোলহাপুরের গৃহিণী কবিতা চাওলা হলেন এই বছরের প্রথম কোটিপতি। এখনও হট সিটে কবিতা। খেলবেন ৭.৫ কোটির প্রশ্নও। শনিবার সনি টিভি একটি প্রোমো রিলিজ করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা মিলল অমিতাভের বিপরীতে হট সিটে বসে থাকা ওই নারীকে। জানা গেছে, মাত্র ১২ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি।

কেবিসির এই প্রোমোর ক্যাপশনে সনির পক্ষ থেকে লেখা হয়েছে: ‘হাউসওয়াইফ কবিতা চাওলাজি জিতে নিলেন ১ কোটি। কেবিসি ১৪-তে গড়লেন নতুন ইতিহাস। দেখুন এই সোম ও মঙ্গলবার রাত ৯টায়।’ প্রোমোতে দেখা যাচ্ছে ১ কোটির উত্তর সঠিক দেয়ার পরই উৎসবের মেজাজে কবিতা। তবে ৭.৫ কোটির প্রশ্ন আসতেই ফের ফোকাস করেন খেলায়। ভারতীয় এক সংবাদমাধ্যমকে কবিতা জানান, ‘ওই অবধি পৌঁছাতে পেরেছি, এতেই আমি অত্যধিক আনন্দ পেয়েছি। আমার এটা ভেবে গর্ব হচ্ছে যে এবারের সিজনে আমিই প্রথম পেলাম ১ কোটি। ৭.৫ কোটির প্রশ্ন নিয়ে একটু চিন্তায় আছি। এখন আবার বাবা আর ছেলে আছে আমার সঙ্গে মুম্বাইয়ে। পরিবারের কেউ জানে না এখনও ১ কোটি জেতার কথা। আমি চাই ওরা এপিসোডটা দেখুক আর সারপ্রাইজড হোক।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন কবিতা। তবে নতুন নতুন তথ্য জানার ও পড়ার শখ তার বরাবরের। সঙ্গে ক্রোড়পতিতে আসা তার বরাবরের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নই পূরণ হয়েছে। কবিতার কথায়: ‘সেই ২০০০ সাল থেকে আমি কেবিসিতে অংশ নিতে চাইছিলাম। গত বছরও আমি শো-তে এসেছিলাম। তবে শুধু ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড অবধিই পৌঁছতে পারি। এই বছর এতদূর পৌঁছে আমি আমার স্বপ্ন পূরণ করলাম। যখনই আমি আমার ছেলেকে পড়াতে বসতাম, নিজেও শিখতাম।’

সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত পোস্ট

মতামত দিন