হোম জাতীয় কেবল টিভির ‘সেট টপ বক্স’ লাগানো ফের স্থগিত

জাতীয় ডেস্ক :

ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল টিভির ‘সেট টপ বক্স’ লাগানোর সরকারি সিদ্ধান্ত ফের তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ মে) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা সংবাদমাধ্যমকে বলেন, ‘সেট টপ বক্স’ লাগাতে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি এ প্রজ্ঞাপন জারিকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে গত বছরের নভেম্বরে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

গত বছরের ৪ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক্যাবল গ্রাহকদের এ সময়ের মধ্যে ক্যাবল বা ফিড অপারেটরের সহযোগিতায় অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ‘সেট টপ বক্স’ স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন