আন্তর্জাতিক ডেস্ক :
গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। হামলাকারী ব্যক্তি তার প্রতি অসন্তুষ্ট ছিলেন, যে কারণে তাকে হত্যা করতে চেয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে। ঘরে বানানো বন্দুক দিয়ে প্রকাশ্যে অ্যাবেকে গুলি করেন জাপানের ম্যারিটাইম সেলফ-ডিফেনস ফোর্সের সাবেক এক সদস্য।
পশ্চিমাঞ্চলীয় নারা শহরে একটি ট্রেন স্টেশনের বাইরে নির্বাচনী প্রচারে বক্তব্য দিচ্ছিলেন অ্যাবে। তখনই দুটি গুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে যাকে পাকড়াও করেন, তার পরণে ধূসর রঙের টি-শার্ট ও বাদামি ট্রাউজার ছিল। তার বয়স ৪১ বছর হবে।
সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, ট্রেন স্টেশনের নিরাপত্তা রেলিংয়ের পাশের সড়কে চিৎ হয়ে শুয়ে আছেন অ্যাবে। তারা সাদা জামায় রক্ত লেগে আছে। লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। একজনকে আবের হার্টে মালিশ করতে দেখা গেছে।
কঠোর ভাষায় এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। জাপানি নাগরিক ও আন্তর্জাতিক নেতারাও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে টোকিওর সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই রাজনীতিক ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি জাপানকে আবারও বিশ্ব শক্তিতে পরিণত করার পথে অনেকটা অগ্রসর হয়েছিলেন।
স্বাস্থ্যগত কারণে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পরও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।
