হোম অন্যান্যসারাদেশ কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন এর পিতার দাফন সম্পন্ন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলা কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন এর পিতা রওশন আলী সরদার (৮০) বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জোহরবাদ নবগ্রাম প্রাইমারী স্কুল ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হয়।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি মোবাইল ফোনে সমবেদনা জ্ঞাপন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহাদয়।

জানাজা নামাজে অংশ নেন যশোর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু সাধারণ সম্পাদক যশোর জেলা আওয়ামী যুবলীগ,অমিত কুমার বসু সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি,মোস্তাফা আনোয়ার পাশা জামাল পৌর মেয়র ও সহসভাপতি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, রমজান শরীফ বাদশা সহসভাপতি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ,মুছা মাহমুদ সাধারণ সম্পাদক ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ,এস এম হাবিবুর রহমান সভাপতি চৌগাছা উপজেলা আওয়ামী লীগ, মেহেদী মাসুদ চৌধুরী সাধারণ সম্পাদক চৌগাছা উপজেলা আওয়ামী লীগ, মনিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান ঝিকরগাছা,মোস্তানিছুর রহমান উপজেলা চেয়ারম্যান চৌগাছা,মঞ্জুনাহার সোনালী সভাপতি যশোর জেলা যুব মহিলা লীগ,শাহানা আক্তার সদস্য যশোর জেলা পরিষদ,নাসিমা আক্তার, অবাইদুল ইসলাম তরফদার সাবেক দপ্তর সম্পাদক যশোর জেলা আওয়ামী লীগ, মাজারুল ইসলাম প্রিন্স সাবেক সদস্য যশোর জেলা আওয়ামী লীগ,ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা সাবেক সাংগঠনিক সম্পাদক ঝিকরগাছা আওয়ামীলীগ,শাহিনুল কবির শাহিন সাবেক দপ্তর সম্পাদক, মোর্তজা ইসলাম বাবু সাবেক প্রচার সম্পাদক,ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ক্রীড়াসম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার,সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আঃ কাদের আজাদ,সেলিম রেজা ভাইস চেয়ারম্যান ঝিকরগাছা,আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,ছেলিমুল হক সালাম যুগ্নআহবায়ক ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগ,ইলিয়াস মাহমুদ যুগ্নআহবায়ক ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগ, ঝিকরগাছা উপজেলা সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা, মোকলেছুর রহমান কেটি,আহসানুল হাবিব শিপলু সভাপতি ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ,মোস্তফা ফারুক শান্তি সভাপতি ঝিকরগাছা উপজেলা কৃষকলীগ,শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ঝিকরগাছা উপজেলা কৃষকলীগ,এসএম সাইফুর রহমান বাবু জয়েন্ট সেক্রেটারী চৌগাছা উপজেলা আওয়ামী লীগ,ওবাইদুর রহমান সবুজ সাংগঠনিক সম্পাদক চৌগাছা উপজেলা আওয়ামী লীগ,চৌগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দেবাশীষ মীশ্র জয়,যুগ্নআহবায়ক শরিফুল ইসলাম, চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান বদরউদ্দিন বেল্টু,গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর ঝন্টু এছাড়াও চৌগাছা ঝিকরগাছা উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন