শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা কেন্দ্রীয় কৃষকলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমানের মামলায় আটক হয়ে কারাগারে গেছেন ।
জানা গেছে ,কয়েক বছর আগে কালীগঞ্জ পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা ও কেন্দ্রীয় কৃষকলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।এসময় দুই সন্তানের জনক সেলিম রেজা খুলনা অঞ্চলের বাসিন্দা হালিমা রহমানকে গোপনে বিয়েও করেন ।পরে সেলিমের প্রথম স্ত্রী ব্যাপারটি জানতে পেরে সেলিমের উপর চাপ অব্যাহত রাখলে সে দ্বিতীয় স্ত্রী হালিমা রহমানকে তালাক দেয় ।এ ঘটনায় তাৎক্ষনিক হালিমা রহমান খুলনার নারী ও শিশু দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন ।
মামলার এজাহারে দেখা যায়, হালিমা রহমান সেলিমের কিরুদ্ধে একাধিক অভিযোগসহ কাবিনে উল্লেখিত ৭৫ লাখ টাকা দাবি করেছেন ।আইনি মোকাবেলায় সেলিম রেজা গতকাল ২২ নভেম্বর খুলনা আদালতে হাজির হলে বিচারক শুনানি শেষে সেলিম রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সংক্রান্ত ব্যাপারে কেন্দ্রীয় কৃষকলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি ।
সেলিম রেজার আটকের ব্যাপারে গনমাধ্যমে পরিবাবের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান ,ভাই আটক হয়েছেন ।তবে আমরা উচ্চ আদালতে আপিল করেছি ।আশা করি সে দ্রুত জামিন পাবে ।
উল্লেখ্য কালীগঞ্জ টান্সপোর্ট এজেন্সির নামে পরিবহন সেক্টরে সেলিম রেজার বিরুদ্ধে ব্যাপক চাদাবাজির অভেযোগ রয়েছে ।