মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুললেন শ্লোগান মাস্টার খ্যাত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেন মণিরামপুর উপজেলা ক্যাম্পাস।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য এক সাথে মণিরামপুরে আসেন। এ সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে ম্যুরালের পাদদেশে দাড়িয়ে সভাপতি আল নাহিয়ান খান জয়- বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নামে শ্লোগানে শ্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তুলেন। এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান সভাপতি ও সাধারন সম্পাদক। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় এই দুই শীর্ষ নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারন সম্পাদক তানজীব নওশাদ পল্লব, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, অসিত দেবনাথ, মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম অদি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ ঘোষ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দ্বীপ, মোল্যা হুমায়ন কবীর প্রমূখ।
এরপর সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য সভাপতি আল নাহিয়ান খান জয়সহ সফরসঙ্গীদের সাথে নিয়ে গ্রামের বাড়ি বাহিরঘরিয়ার উদ্দেশ্যে রওনা হন।