জাতীয় ডেস্ক:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) আমিনুল ইসলাম মুরাদ (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর ২৮২৫৩/২৩।
মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে কারারক্ষীরা। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত আমিনুল ইসলাম মুরাদের বাবার নাম মো. হুমায়ুন কবির। তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে হয়েছে বলেও জানান পরিদর্শক মো. বাচ্চু মিয়া।