নিজস্ব প্রতিনিধি :
মুজিব বর্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম এর ধারাবাহিকতায় সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ করে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক সাহেদুজ্জামান সাহেদ এর উপস্থিতে ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে প্রতিটি নেতাকর্মীকে (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) এই তিন মাস সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করার আহবান জানান হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম আশিকুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, জেলা ছাত্রলীগের নেতা কাজী হাশিম উদ্দীন (হিমেল), গোলাম খায়রুল্লাহ আরাফাত।
সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদ পারভেজ ইমন, সহ সভাপতি কাজী সাদিক দীপ, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফিজুর রহমান শোভন, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।