কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জাফরাবাদে রোমান আলী শাহ্ নামের এক কৃষক তার ১ একর ১৪ শতাংশ জমিতে গড়ে তুলেছেন খামার বাড়ি। এখানে ছাগল, গরু, হাঁস, দেশী মুরগী, কবুতর, মাছের খামার, নেপিয়ান ঘাঁস, পেয়ারা বাগান, জৈব সার তৈরির প্রকৃয়া সহ ১১টি প্রজেক্ট গড়ে তুলেছেন তিনি।
শূন্য থেকে শুরু করে এখন সে বেকার যুবক- যুবতীদের জন্য মডেল হয়ে দাড়িয়েছেন। ৪ বছর পরিকল্পনা শেষে তিনি লাল শাক আর পালং শাক দিয়ে তার জমিতে অঙ্কন করেছেন বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও নৌকা প্রতীক। সম্প্রতি তিনি এ খামার থেকে খরচ বাদ দিয়ে আয় করেন দৈনিক ১ হাজার টাকা।
২০ বছর আগে কর্মের সন্ধানে তিনি পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। প্রবাস জীবনে কিছু করতে না পেরে ফিরে আসেন দেশে। চাকুরীর জন্য ছুটেছেন দ্বাড়ে দ্বাড়ে। হঠাৎ সখ জাগে তার কৃষি জমিতে কিছু একটা করার। সেই থেকে কৃষিতে সমৃদ্ধ হওয়ার প্রত্যয় নিয়ে নেমে যান মাঠে।
রোমান আলী শাহ্ বলেন, আমি আমার জমিতে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা আর নৌকা তৈরি করে খুব আনন্দ পাচ্ছি। দূর – দূরান্ত থেকে মানুষ এগুলো দেখার জন্য ছুটে আসছে। মানুষ যদি চাকুরীর পেছনে না দৌড়ে নিজ উদ্যোগে কাজে লেগে যায় তাহলে খুব বেশি সময় লাগবেনা স্বাবলম্বি হতে। তিনি আরো বলেন, আমি সুদ গ্রহণ পছন্দ করিনা। যদি সরকার কিংবা কোন সংস্থা আমাকে সুদ মুক্ত ঋণ দিতো তা হলে আমি আমার প্রকৃত লক্ষে পৌছতে পারতাম।