হোম অন্যান্যসারাদেশ কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে কলারোয়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় চাষাবাদের মান উন্নয়নে কন্দাল চাষের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মে) সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ভ্যেনুতে দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন কৃষক অংশগ্রহন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিতে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সাতক্ষীরা সদর উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জি। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, মাহফুজুল করিম, তাপস কুমার রায় নাজমুল মন্ডল, দেবাশীষ সরকার, লুৎফর রহমান, শেখ রাজু আহমেদ, আবির হোসেনসহ কৃষক-কৃষাণীগণ।

উল্লেখ্য, কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে ২০২০-২১’ অর্থ বছরে কন্দল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের ৬০ জন কৃষকের অংশগ্রহনে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন