ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব দীপক কুমার সরকার বলেছেন কৃষকরাই রিয়েল হিরো, কারণ তাঁরা এই করোনা কালীন সময়ে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ফসল উৎপাদন করে বাংলাদেশ-কে টিকিয়ে রেখেছেন। তাঁদের কারনেই দেশে আজ বিশে^র দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আপনাদের কারনে দেশ আজ কৃষিতে সয়ংসম্পূর্নতা অর্জন করেছে।
তিনি শনিবার সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বল্লবপুর গ্রামে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জি.কে.বি.এস.বি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী ২শতাধিক কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনা কমিশনের উপ-সচিব মোহম্মদ সোলায়মান। কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জি.কে.বি.এস.বি প্রকল্পের পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস, উপ-পরিকল্পনা পরিচালক মোঃ তৌহিদীন ভুইয়া, প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলী, কৃষক আসাদুজ্জাম ফকির, আব্দুর রশিদ, মোঃ হাফিজুর রহমান, সঞ্জয় চক্রবর্তী ও খুকুমনি বেগম প্রমুখ।
এর আগে অথিতিবৃন্দরা বল্লবপুর বøকে রোপনকৃত গম, বেগুন, পিয়াজ, রসুন, লাউ ক্ষেত ও বাড়ির আঙ্গিনায় তৈরীকৃত কম্পোষ্ট সার পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে ফেরামন ফাঁদ বিতরন করেন।
s