হোম জাতীয় কুয়েত প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রদূতের

জাতীয় ডেস্ক:

দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিদেশেও সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত কুয়েত প্রবাসীদের বিভিন্ন সাংগঠনের মাধ্যমে কোন্দল বা বিশৃঙ্খলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত এ সময় ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির নামে সকল ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিনি কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিকে স্থানীয় আইন কানুন মেনে চলার নির্দেশনা প্রদান করেন। দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিণত করতে প্রবাসীদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

এরআগে দিবসটি উপলক্ষে সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করন, বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দিবসের ওপর প্রেরিত বাণীসমূহ পাঠ, ভিডিও চিত্র প্রদর্শনী, উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনাসহ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন, প্রথম সচিব ও কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মো. ইকবাল আখতার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, সোনালী ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকীসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনিতীক সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন