হোম জাতীয় কুয়াকাটায় শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল

জাতীয় ডেস্ক:

ফানুস উৎসব, ঘোড় দৌড় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক ফানুস উড়ানো হয়। এর আগে সৈকতে ঘোড় দৌড়, বিচ ভলিবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সৈকতে ৬০ টি স্টলের মাধ্যমে বরিশালের আঞ্চলিক পণ্য ও বাহারি খবার প্রদর্শন করা হয়। এ উৎসব উপভোগের সময় উচ্ছ্বাসে মতোয়ারা ছিল পর্যটকরা।

পর্যটন শিল্পকে বিকশিত করতে শক্র ও শনিবার দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের জানান, পর্যটনশিল্পে উদ্যোক্তা হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে তরুণদের। তাদের ভেতরের শক্তিকে জাগাতে পারলেই উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারব। নতুন আইডিয়া নিয়ে নতুন কিছু উদ্ভাবন করে উদ্যোক্তা হতে তরুণদের উৎসাহিত করতেই এ সেমিনারের আয়োজন। এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে মুজিব’স বাংলাদেশ প্রচারণার অংশ হিসেবে এমন আয়োজন করা হয়েছে। এভাবে দেশের প্রতি বিভাগের পর্যটন শিল্প নিয়ে এ উৎসব করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন