হোম জাতীয় কুড়িগ্রামে আর্জেন্টাইন সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

জাতীয় ডেস্ক :

প্রিয় দল আর্জেন্টিনার জয়ের প্রত্যাশায় বিশ্বকাপ ফাইনালের ঠিক আগমুহূর্তে ঢাকঢোল বাজিয়ে কুড়িগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‍্যালি করেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেল র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাসহ অন্য সমর্থকরা এ র‍্যালির আয়োজন করেন। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ আর্জেন্টিনার তরুণ সমর্থকরা অংশ নেন।

মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের প্রত্যাশায় এ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপের ফাইনালে খেলবে এবং আমরা প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাই জয়ী হবে। আমরা উচ্ছ্বসিত হয়ে এ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছি। পাশাপাশি সরকারি কলেজ মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজনও করা হয়েছে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন