হোম অন্যান্যসারাদেশ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

সংকল্প ডেস্ক :

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করা হয় । এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিক লীগের নেতারা।

শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য ২০০৩ সালে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে পৌরসভা। এরপর থেকে এটি শাপলা চত্বর হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে শাপলার ভাস্কর্য ভেঙে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করে পৌরসভা। সেখানে জাতীয় চার নেতার প্রোট্রেটও থাকবে।

কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘এটি নির্মাণ কাজের প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ভাস্কর্য ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শহরের সিসি ক্যামেরার ভিডিও দেখে দুর্বৃত্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন