হোম অন্যান্যসারাদেশ কুশুলিয়া ইউনিয়ন বিট অফিসের উদ্যোগে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ

কুশুলিয়া ইউনিয়ন বিট অফিসের উদ্যোগে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের বিট এর আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বেলা ১২টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুম নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি এই শ্লোগান কে সামনে রেখে কালিগঞ্জ থানার ব্যবস্থাপনায় ও কুশুলিয়া ইউনিয়ন ইউপি কার্যালয়ের আয়োজনে নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা পুলিশ পদির্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম দুলাল, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, কুশুলিয়া ওয়ার্ডে পুলিশিং কমিটির সভাপতি কাজী মোজাহিদুল ইসলাম তরুন, ৮নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি কাজী সামছুদ্দীন, কুশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য শেখ রফিকুল বারী রফু প্রমূখ।

প্রধান অতিথি থানার পরিদর্শক তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন পুলিশের সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছ দিতে বিট অফিসাররা কাজ করে যাচ্ছে। যে কোন অপরাধ র্নিমূলে পুলিশ কে তথ্য দিন এবং সহযোগীতা করুন পুলিশ সর্বদায় জনগণের সেবায় নিয়োজিত আছেন। তিনি বলেন বর্তমান নারী নির্যাতন বন্ধে সারা দেশে এযোগে পুলিশ বিট কার্যালয়ের মাধ্যমে সমাবেশ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নারী নির্যাতনের পাশাপাশি মাদকদ্রব্য বন্ধ, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া সহ সকল প্রকার অপরাধ নির্মূলে জনগণ কে সাথে নিয়ে পুলিশ কার্যক্রম অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় গন্যামান্য বক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন সহ অন্যান্য সকল ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন