দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সদ্য গঠিত কার্যনির্বাহী কমিটির নব-নেতৃত্বকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ করেছেন সাবেক কমিটির নেতৃবৃন্দরা। শনিবার বেলা ১১টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রমজান মোড়লের ব্যবসায়িক কার্যালয়ে আনন্দঘন পরিবেশে সাংবাদিকদের উপস্থিতিতে মিষ্টিমুখ সম্পন্ন হয়।
প্রথমেই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্তমান সভাপতি রমজান মোড়লকে দোয়া দিয়ে মিষ্টিমুখ করান সাবেক কমিটির সভাপতি গ্রাম্য ডা: অহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল ও সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামানের পুত্র আবীর হোসেন লিয়ন। পরবর্তীতে রীতিমতো এসকল সাবেক নেতৃবৃন্দদের পর্যায়ক্রমে মিষ্টিমুখ করান কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের বর্তমান সভাপতি রমজান মোড়ল।