অনলাইন ডেস্ক :
দেবহাটার কুলিয়াতে ইটভাটার মাটি বোঝাই ট্রাক, ড্রামট্রলি, ট্রলি, ও ডাম্পারের যত্রতত্র চলাচলের কারণে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে কুলিয়া ইউনিয়নের চারটি ইটভাটার মাটি সরবরাহের জন্য বেআইনিভাবে পুষ্পকাটি থেকে শুরু করে সেকেন্দ্রা এলাকা পর্যন্ত এবং পূর্ব কুলিয়া থেকে শাঁখরা কোমরপুরগামী সড়ক গুলোতে মাটি বোঝাই দ্রুতগতির ট্রাক, ড্রামট্রলি , ট্রলি, ও ডাম্পারের অবাধ চলাচলের ফলে তীব্র বিড়ম্বনার শিকার হচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ।
চলমান এ দূর্ভোগ-দুর্দশা থেকে রেহাই পেতে এবং মাটি বোঝাই ট্রাক-ড্রামট্রলি চলাচল বন্ধের দাবীতে কুলিয়ার প্রায় দেঁড় শতাধিক মানুষ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছে গণস্বাক্ষরকৃত লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার কুলিয়ার দেঁড় শতাধিক মানুষের গণস্বাক্ষর সহ এলাকাবাসীর পক্ষে মনিরুজ্জামান সোহেল নামের স্থানীয় এক ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কার্যালয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন।