হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

কর্তৃক Editor
০ মন্তব্য 140 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গনকখালী ব্রীজ সংলগ্ন স্থানে এক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে  সিএনজি অটোরিক্সার ১ যাত্রী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুর গ্রামের আব্দুল আউয়ালের ছোট ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩২) । সে বাজরা বাসষ্ট্যান্ডে হাফেজ আমির উদ্দিন হুজুরের মার্কেটে কাপড়ের ব্যবসা করতো ।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার দ্বাড়িয়াকান্দি ও বাজরা মহাসড়কের মাঝামাঝি গনকখালী ব্রীজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বাজরা বাসষ্ট্যান্ড হতে ভৈরবগামী সিএনজিতে উঠে শফিকুল কাপড় ক্রয় করার জন্য বাবুরহাট যাত্রা শুরু করলে কিছুদূর যেতেই কিশোরগঞ্জগামী একটি মাইক্রো ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় । পরে সিএনজিতে থাকা কাপড় ব্যবসায়ীকে আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ভৈরব হাইওয়ে থানা এস.আই দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও মাইক্রো বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে । মৃত ব্যক্তিকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন