মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ ১১ জানুয়ারী সোমবার বেলা ১২ টায় দ্বিতীয় ধাপে হতে যাওয়া আসন্ন পৌরসভা নির্বচনে নৌকা প্রতীকে নির্বাচিত প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার মহসিনের পক্ষে লিফরেট হাতে প্রচারণা চালান কুলিয়ারচরের মুক্তিযোদ্ধারা। এ সময় তারা কুলিয়ারচর বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের কাছে নৌকার পক্ষে ভোট ও দোয়া কামনা করে লিফরেট বিতরণ করেন।
নৌকার পক্ষে প্রচারণারকালে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম আবিরাজ, মন্জুর আহমেদ, মোঃ শহীদুর রহমান, ফরিদ আহমদ, সোহরাব উদ্দিন, আরিজ উদ্দিন, মহি উদ্দিন আহমদ সহ কুলিয়ারচরের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী কুলিয়ারচরে ইভিএম এর মাধ্য পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পৌরসভায় ১২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে। পৌরসভায় মোট ২৫ হাজার ১৪৩ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৬ শত জন পুরুষ ও ১২ হাজার ৫৪৩ জন মহিলা ভোটা প্রদান করবেন সেদিন।