হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে ভোক্তা অধিকার- সংরক্ষণ আইনে দুই খাবার হোটেলে  সতের হাজার টাকা জরিমানা

কুলিয়ারচরে ভোক্তা অধিকার- সংরক্ষণ আইনে দুই খাবার হোটেলে  সতের হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 178 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৯ নভেম্বর বেলা সাড়ে বারোটায় জাতীয় ভোক্তা অধিকার- সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক কতৃক এক অভিযান পরিচালিত হয়। এতে রান্না করা স্থানে নেংড়া পরিবেশ, খাদ্য দ্রব্যের বিক্রয় তালিকা না থাকায় কমল রেস্টুরেন্টকে দুই হাজার টাকা এবং নোংড়া পরিবেশ, কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস রাখা ও রান্না করা স্থানে
নোংড়া পরিবেশ থাকায় এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার- সংরক্ষণ আইন- ২০০৯ এর অধীনে এ জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন