কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক আয়োজিত আজ ১৪ নভেম্বর শনিবার বেলা ১১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধে নানা মুখী আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক সপ্তাহে প্রতিদিন বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে বলে জানা যায়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, উপজেলা ভাইস চেয়ারম্যান, কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা সহ গণ-মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
