কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী গ্রামে আজ ১১ ফেব্রুয়ারি রাত নয়টার সময় বিভাটেক এক চালককে মারধর করে বিভাটেক ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে ৪ ডাকাত আটক হয়। পরে রাত সাড়ে দশটায় আটককৃত ডাকাতদের থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায়, ফরিদপুর আনন্দ বাজার হতে বিভাটেক চালক নজরুল (৩৫),
কে প্রতাপনাথ বাজারে নিয়ে যাওয়ার কথা বলে যাত্রী বেশে থাকা ৪ ডাকাত। অটো চালক নজরুল প্রতাপনাথ বাজারে নিয়ে যাওয়ার কথা না শুনলে মাটিকাটা চকবাজারে তাদের নিয়ে এসে গাড়ি থেকে নামতে বলে। ডাকাতদের মধ্যে একজন চালক নজরুলকে একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলে মাটিকাটা শান্তিনগর নামক স্থানে নিয়ে এসে চালক নজরুলকে মুখে কষ্টিপ মেরে বিভাটেক থেকে নামিয়ে দেয়।
কে প্রতাপনাথ বাজারে নিয়ে যাওয়ার কথা বলে যাত্রী বেশে থাকা ৪ ডাকাত। অটো চালক নজরুল প্রতাপনাথ বাজারে নিয়ে যাওয়ার কথা না শুনলে মাটিকাটা চকবাজারে তাদের নিয়ে এসে গাড়ি থেকে নামতে বলে। ডাকাতদের মধ্যে একজন চালক নজরুলকে একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলে মাটিকাটা শান্তিনগর নামক স্থানে নিয়ে এসে চালক নজরুলকে মুখে কষ্টিপ মেরে বিভাটেক থেকে নামিয়ে দেয়।এ সময় ডাকাতদের হাতে থাকা রামদা দিয়ে চালক নজরুলকে ভয় দেখিয়ে বিভাটেক চালিয়ে আরবআলী চকবাজারে কাছে চলে আসে ডাকাতদল। সে সময় চালক নজরুল আরবআলী চক বাজারের পরিচিত লোকজনকে ফোন করে বিষয়টি জানালে স্থানীয় জনতা বিভাটেক সহ ৪ ডাকাতকে আটক করে পুলিশকে খবর দেয়।। পরে রাত ১০.৩০ মিনিটে পুলিশ এসে আটককৃত ডাকাত সহ বিভাটেক গাড়ি থানায় নিয়ে যায়।
s
