কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতা- কর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে আজ রবিবার বিকেল ৪ টায় দ্বাড়িয়াকান্দি- কান্দিগ্রাম বাসস্ট্যান্ডে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুলিয়ারচরেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা, পৌর, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অংশ গ্রহণে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।
পুলিশ কর্তৃক নিরস্ত্র প্রতিবাদী মানুষের ওপর গুলি বর্ষণ করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবীতে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা।
s
