কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
২য় ধাপে কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে আজ ১৩ তম দিনে কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগ নিয়মিত অব্যাহত রয়েছে জন সচেতনতা বৃদ্ধি করণে নানা কর্মসূচী। শতভাগ মাস্ক ব্যবহার ও জন সচেতনতা নিশ্চিতের লক্ষ্যে আজ ২ এপ্রিল বিকেলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বাজার ও সিএনজি স্টেশনে ফ্রি মাস্ক বিতরণ, লিফলেট ও বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। এ সময় সর্বস্তরের জনগনকে স্বাস্থ্যবিধি মেনেচলা ও সামাজিক দূরত্বের বিষয়ে সচেতন করা হয়।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ও.সি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, আমরা জন সাধারণকে স্বাস্থ্য সচেতন করার লক্ষে নিয়মিত কর্মসূচীর বাস্তবায়ন করে যাচ্ছি। একমাত্র জন সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানই পারে দেশ থেকে করোনা ভাইরাস প্রতিহত করতে।