কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বজন সমাবেশ কর্তৃক পালিত হলো দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
১লা জানুয়ারী সোমবার বিকেল ৩ ঘটিকায় বিএডিসি প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অগ্রযাত্রায় অবিচল দৈনিক যুগান্তর পত্রিকায় উত্তোরুত্তর সাফল্য কামনা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম, ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, স্বজন সভাপতি মতিয়ার রহমান, সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, স্বজন প্রতিমা রাণী বর্মণ, স্বজন নিখিল চন্দ্র দাস, স্বীকৃতি দাস।
স্বজন উপদেষ্টা ও দৈনিক যুগান্তর পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম আবৃত্তি করেন তার স্ব- রচিত কবিতা।
এরপর স্বজন ক্ষুদে ও দক্ষ গানরাজদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ গানের আসর পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে গান গেয়ে সভা প্রাণবন্ত করে তোলেন, উপমা দাস পূজা,অন্তরা রাণী বিশ্বাস, শৈশব বর্মণ, অপরাজিতা পাল মনি, অর্পা রায় চৌধুরী।
অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাফায়েত উল্লাহ খন্দকার, শিপ্রা রায়, ধ্রুবব্রত দাস, দীপায়ন দাস স্বরন, মমতা রাণী বর্মণ, শাহীন সুলতানা, আলী হায়দার, বিশ্বজিৎ দাস, প্রতিমা রানী বর্মণ, মমতা, অঞ্জনা রাণী পাল প্রমুখ।
s
