হোম ফিচার কুলিয়ারচরে ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১ পালিত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এর আগে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এক বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কনে খন্দকার সাকিব আল জাভেদ, উম্মে হাওয়া, আয়শা সিদ্দিকা আলো পুরস্কার প্রাপ্ত হয়।

বিতর্ক প্রতিযোগীতায় ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীন রহমান, মাছুমা আক্তার নিশা, সানজিদা সুলতানা মীম প্রথম স্থান অর্জন করেন।

বিতর্ক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিজয়ের গৌরব অর্জন করেন তায়্যিবা মাহমুদ অন্তি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন