হোম ফিচার কুলিয়ারচরে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদিকে হুমকি

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদিকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়ার প্রবাসী মজলু মিয়ার স্ত্রী ও নরসিংদী জেলার বেলাবো উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোঃ বাবু মিয়ার মেয়ে আনেছা আক্তার (৪০) গত ৩ এপ্রিল ২১ইং তারিখে মধ্য সালুয়ার আশ্রব আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫), ইসলাম উদ্দিনের ছেলে মোঃ শাহ নেওয়াজ (২১) ও উত্তর সালুয়ার মনজিল মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া (১৯) মিলে কৌশলে টিনের ঘরের দরজা খুলে ধর্ষনের চেষ্টার ঘটনায় নারী ও শিশু দমন ট্রাইবুনাল নং-২, কিশোরগঞ্জে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/ ০৩) ৯ (৪) (খ) ধারায় একটি মামলা দায়ের করেন।

আদালত তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে আসামিদের সাজা মঞ্জুর করলে আঃ কুদ্দুস ও মোঃ উজ্জল মিয়া জামিনে ছাড়া পেয়ে রাত- বিরাতে বাদীর বাড়িতে প্রবেশ করে ঘরের চালে ঢিল ছুঁড়া, টিনের বেড়ায় আঘাত করা সহ অশ্লীল গালিগালাজ করে। মামলা তুলে না নিলে সন্তানদের অপহরণ সহ মামালার বাদীকে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে বলে জানা যায়।

এ ঘটনা নিয়ে আনেছা বলেন, আমার স্বামী প্রবাসে আছে। মামলা করে আমি এখন আমার বাচ্চাদের নিয়ে বাড়িতে নিরাপত্তাহীনতায় আছি।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। বিজ্ঞ আদালতের বিচারাধীন মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামিদের ধরার চেষ্টা চালাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন