কিশোরগঞ্জ প্রতিনিধি :
বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভাটির জগতচর গ্রামে আলম মিয়া নামের এক ব্যাক্তির উপর কিশোরগ্যাং এর হামলা হয়েছে। হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয়রা। আজ শনিবার ১১ ডিসেম্বর সকালে কিশোরগ্যাং এর হামলায় আহত ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর বিকেলে লক্ষীপুর একটি ওয়াজ- মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজন বখাটে আলম মিয়ার মা- বোনদের দেখে নানা অশালীন অঙ্গ- ভঙ্গি করতে থাকে লক্ষীপুর বাজারের কাছে কিশোরগ্যাং এর কয়েকজন সদস্য।
এ ঘটনার প্রতিবাদে কথা কাটা কাটির এক পর্যায়ে ভাটি জগতচর গ্রামের আলম মিয়ার উপর হামলা করে বখাটেরা। আলম মিয়ার মাথায় আঘাতের ফলে প্রচন্ড রক্ত ক্ষরণ হতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তী করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আসঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।
অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্য হয়। এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি ও হামলাকারীদের বিচার চেয়ে গত শুক্রবার এক মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থানীয়রা।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সংকল্পকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওরা কিশোরগ্যাং না। আর এটা স্কুল- কলেজ থেকে আসা- যাওয়ার পথে কোন ইভটিজিং এর ঘটনাও নয়। ওই দিন বিকেল সাড়ে ৪ টায় আলম মিয়া তার মা- বাবা, বোনদের নিয়ে ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পথে বখাটেরা নানা অঙ্গ- ভঙ্গি করলে তার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেদের হাতে আলম গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আজ ১১ ডিসেম্বর সকালে নিহতের ভগ্নিপতি সুজন থানায় মামলা করেন। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।