আন্তর্জাতিক ডেস্ক :
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের জন্য প্রথম ব্যাচে ৫০ জন বাংলাদেশি নার্স কুয়েতে পৌঁছেছেন। কুয়েতে দক্ষ জনশক্তি রফতানি বাংলাদেশের শ্রমবাজারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
রোববার (১৯ জুন) দুটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে ৫০ জন নার্স কুয়েতে পৌঁছান। সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সদের কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।
এসময় দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান নিয়াজ মুরশেদ, কাউন্সিলর শ্রম মোহাম্মদ আবুল হোসেন এবং সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাসহ প্রবাসী সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বাংলাদেশ থেকে কুয়েতে আগত নার্সদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, আজ কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন।
মো. আশিকুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জনশক্তি আমদানি সংযুক্ত কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।
প্রথম ব্যাচে ৫০ জন নার্সের কুয়েত যাওয়ার মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে প্রবেশ করা শুরু করল বাংলাদেশের দক্ষ জনশক্তি।