হোম খেলাধুলা কুমিল্লায় যোগ দিয়েছেন নূর

কুমিল্লায় যোগ দিয়েছেন নূর

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

কোয়ালিফায়ারের আগে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের পর এবার নূর আহমেদকে নিয়ে এসেছে দলটি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছেন নূর। একদিন পরই এলেন বিপিএলে। আফগানিস্তানের এই চায়নাম্যান বোলারকে পেয়ে শক্তি আরও বেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার।

জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কায় খেলার আগে দক্ষিণ আফ্রিকান লিগ এস এ টি-টোয়েন্টিতে খেলেছিলেন নূর। প্রস্তাব পেয়েছিলেন আই এল টি-টোয়েন্টিতেও খেলার। তবে সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টটিতে এবার খেলতে চাননি তিনি।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটির প্রথম আসরে শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন নূর। একই শর্তে পরে তাকে আরও এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে নূর আর খেলতে চাননি এই লিগে। তাই তাকে টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৮টিতে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষ দুই জায়গা নিশ্চিত করে ফেলেছে দলটি। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন