হোম চট্টগ্রামকুমিল্লা কুমিল্লায় পুলিশ চেকপোস্টে মাইক্রোবাস থামার সংকেত পেয়ে গাড়ী ফেলে তিনজনের পলায়ন, ১৪০ কেজি গাঁজা উদ্ধার

সাইফুল ইসলাম শিশির, কুমিল্লা:

বৃহস্পতিবার রাত সোয়া ৮ টায় সময় বুড়িচং থানায় কর্মরত এসআই মোঃ নূরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া নুর মসজিদের উত্তর পার্শ্বে রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করা কালে একটি টয়োটা মাইক্রোবাসকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পায়ে গাড়ী চালক ও গাড়ীতে থাকা ০২ জন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ী থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়ীটি তল্লাশীকালে গাড়ীর পিছনে থাকা ০৭টি চটের বস্তায় ১৪০(একশত চল্লিশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক ও একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা জেলার বুড়িচং থানার মামলা নং-২৪, তারিখ-২০/০৬/২০২৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন