জাতীয় ডেস্ক :
কুমিল্লায় পাবেল হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: ফেনী থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, মাসখানেক আগে কলেজে আসামি রাকিবের সঙ্গে পাবেলের তর্কবিতর্ক হয়েছিল, তারপর থেকে রাকিব তার বন্ধুদের নিয়ে পাবেলকে মারধরের পরিকল্পনা শুরু করে। ঘটনার দিন পাবেল তার নানার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন ধোপাখিল গ্রামে আসে। এ খবর পেয়ে রাকিব তার বন্ধুদের জানায় এবং পাবেলকে মারধর করার প্রস্তুতি নেয়। পরে সন্ধ্যায় যখন পাবেল তার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে যায়, তখন রাকিব তার সহযোগীদের নিয়ে খেলার মাঠে এসে তর্কবিতর্কের একপর্যায়ে পাবেলকে ছুরিকাঘাত করে। পাবেলের বন্ধুরা তাকে বাঁচাতে এলে রাকিব বাহিনী তাদেরও ছুরিকাঘাত করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ি সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পরে পাবেলের মা লিপি ইসলাম চৌদ্দগ্রাম থানায় এজাহারনামীয় নয়জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
