অনলাইন ডেস্ক:
কুমিল্লায় কাভার্ডভ্যান চালককে হত্যা করে লুট করা কোটি টাকার মালামাল নিয়ে চাঁদপুরে পুলিশের জালে ধরা পড়ল মো. রুবেল (৩৫)। তাকে গ্রেফতারের সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি।
চাঁদপুরের পুরানবাজার এলাকায় লুট করা মালামাল নামানোর সময় কাভার্ডভ্যানসহ মো. রুবেলকে গ্রেফতারের পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার রুবেল নোয়াখালী সদরের হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ জানায়, রোববার (১০ ডিসেম্বর) রাতে কুমিল্লা থেকে ৩২৮ কার্টন পোশাক সামগ্রীসহ কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চালককে হত্যা করে কাভার্ড ভ্যানটি চাঁদপুরে নিয়ে আসে। পরে চাঁদপুর পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের একটি অটো গ্যারেজে মালামাল নামানোর সময় স্থানীয়দের চোখে ধরা পড়ে। এসময় পুলিশকে জানানো হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, গাজীপুর চৌরাস্তার ক্রিস্টাইল গার্মেন্টস নামক একটি পোশাক কারখানার এক কোটি টাকা মূল্যের নারীদের পোশাক সামগ্রীসহ কাভার্ডভ্যানটি ডাকাতি করে নিয়ে আসে।
পরবর্তীতে আমরা জানতে পারি কাভার্ডভ্যানের চালক আবদুল কাদেরকে কুমিল্লা ঝাউতলা এলাকায় গলা কেটে হত্যা করে কাভার্ডভ্যানটি চাঁদপুরে নিয়ে আসে। পরে পুরানবাজার এলাকায় মালামাল নামানোর সময় কাভার্ডভ্যানসহ আসামিকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।