হোম আন্তর্জাতিক কিয়েভে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

সোমবার (১০ অক্টোবর) জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনানের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, জার্মান দূতাবাসের ভিসা অফিসের ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ভিসা বিভাগের টাওয়ারটি ‘আপাতদৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ভিসা বিভাগটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্ধ ছিল, তাই হামলার সময় সেখানে কোনো কর্মচারী উপস্থিত ছিল না।

এদিকে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেট বলেছেন, জার্মানি রাশিয়ার হামলার কঠোর নিন্দা করছে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ রোববার ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে সম্ভাব্য সবকিছু করবে জার্মানি।

এদিকে রাশিয়ান বংশোদ্ভূত সাংবাদিক এবং রাষ্ট্রবিজ্ঞানী সার্জেজ সুমলেনি বর্তমানে বার্লিনে অবস্থান করছেন। তিনি হামলার পর টুইট করে, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং অন্যান্য জার্মান কর্মকর্তাদের বিমান হামলার প্রতিক্রিয়া জানাতে বলেছেন।

তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘কিয়েভের জার্মান দূতাবাসের ভিসা অফিস যে ভবনে ছিল সেটি আজ রাশিয়ানদের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে হয়তো কিছু চিতাবাঘ পাঠানো যেতে পারে?’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন