হোম অন্যান্যসারাদেশ কিসের ঝড়, আমিই তো এখানে ঝড় ওঠাচ্ছি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ জেলা পাবনায় সফর করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনার এডওয়ার্ড কলেজমাঠে মঙ্গলবার (১৬ মে) এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয় পাবনায়। পেছনে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রপতির এডিসি ঝড় ওঠার খবর রাষ্ট্রপতিকে অবহিত করলে, ধমকের সুরে সাহাবুদ্দিন বক্তব্য দিতে দিতেই বলে ওঠেন, ‘কিসের ঝড়, ঝড় ওঠুক, আমিই তো এখানে ঝড় ওঠাচ্ছি।’

এই কথা বলে বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি৷

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি হিসেবে পাবনায় এসেছি, ভিত্তির মানুষগুলোকে কী করে ভুলে থাকি বলেন! মনে পড়ছে রাজপথ আর জেলখানায় আমার দুর্দিনের সঙ্গীদের৷
 
তিনি বলেন, ‘ফেসবুকে দেখি, ফোনে খবর পাই যে, পাবনায় গণজাগরণ তৈরি হয়েছে৷ অদ্ভুত আকুতি দিয়ে মানুষ ভালোবেসেছে আমাকে৷ ভাইরে ভাই, এই ঋণ কী করে শোধ করবো? যে ভালোবাসা আমি পাবনায় পেলাম, চিরকৃতজ্ঞ তার জন্য৷ এই সম্মান আমি জীবনেও ভুলবো না৷’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন