হোম জাতীয় কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা: ছাত্রলীগ নেতার ২ দিনের রিমান্ড

জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল ফকিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ তালুকদারের আদালতে আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে দুদিন মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেলে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে মামলাটি ধর্ষণচেষ্টা থেকে ধর্ষণ মামলা হিসেবে পরিবর্তন করা হবে বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

ধর্ষণের শিকার জাতীয় নারী ফুটবল টিমের ভুক্তভোগী সদস্য তার প্রতি পাশবিক নির্যাতনের বিবরণ দেন সময় নিউজের কাছে।

এ সময় তিনি জানান, আসামি ফয়সাল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তার পরিবারকে হুমকি দেয়। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার।

এ ছাড়া নান্দাইল উপজেলা নারী ফুটবল টিমের কোচ মকবুল হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জাতীয় দলের নারী ক্রিকেটার ধর্ষণের শিকার হওয়া খুবই দুঃখজনক। তার নিরাপত্তা না থাকলে সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়।

মামলা করার দুদিনের মধ্যে আসামিকে গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী কিশোরী জানান, উপবৃত্তির টাকা তুলে দেওয়ার কথা বলে গত ২২ এপ্রিল বেলা ১১টার দিকে কলেজে ডেকে নিয়ে যায় ফয়সাল। একপর্যায়ে উপবৃত্তির ফরমে স্বাক্ষর দেওয়ার জন্য তাকে কলেজের পুরাতন ভবনের পেছনে নিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে। ছুরিকাঘাতে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে জানায় ভুক্তভোগী মেয়েটি। এ সময় তার ওপর হওয়া নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফয়সাল।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন