কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা কারাগারে ধনু মিয়া (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধনু মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কৃষ্ণ নগর গ্রামের জাহের মিয়ার ছেলে। (হাজতি নং ১৮৬৪/২১)। তিনি ভৈরব থানার একটি হত্যা মামলার আসামি। গত ১৩ মার্চ থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।
জেল সুপার মোঃ বজলুর রশীদ জানান, শনিবার বিকেলে কারাগারে হঠাৎ কয়েদি ধনু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিকাল ৩ টা ২৭ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ- পরিচালক ডা. মোঃ হেলাল উদ্দিন বলেন, জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক ধনু মিয়া নামের ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।