হোম ফিচার কিশোরগঞ্জে শিশু সন্তানকে গলাটিপে হত্যা করলেন মা!

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের নিকলীতে সন্তানকে গলা টিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছেন এক পাষন্ড মা। শুক্রবার বিকেলে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জোবায়েদ (৩)। শুক্রবার সন্ধায় নিকলী থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত মাকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রে জানা যায়, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আঃ করিম ও চাঁদনী আক্তারের কয়েক বছর আগে বিবাহ হয়। বিয়ের পর রবিউল নামের তাদের এক সন্তানের জন্ম হয়। কয়েক বছর পর তাদের সংসারে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী- স্ত্রীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিশু সন্তান রবিউল থাকতো তার বাবার সাথে। বাবার বাড়ি ও মায়ের বাড়ি পাশাপাশি হওয়ায় শুক্রবার দুপুরে তার মা তাকে ভাত খাওয়ার জন্য ডেকে আনে। পরে ঘরের ভিতর তাকে গলা টিপে হত্যা করে। হত্যাকান্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে শিশু সন্তানের লাশ পাশের বাড়ির পুকুরে ফেলে দেয়। সন্ধায় শিশুর বাবাসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে এলে মা চাঁদনী আক্তার বলে, ছেলে জোবায়েদ তার কাছে আসে নি। পরে চাঁদনী ও তার শ্বশুর বাড়ির লোকজন পাশের বাড়ির পুকুরে ছেলেকে খুঁজতে যায়। সেখানে ছেলের লাশ দেখতে পেয়ে মা মাটিতে লুটিয়ে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দেয়।

ঘটনার খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ ও ইন্সপেক্টর তদন্ত আক্তারুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ঘটনার তদন্ত করে হত্যাকান্ডে জড়িত মা চাঁদনী আক্তারকে সুকৌশলে গ্রেফতার করে।

নিকলী থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা চাঁদনী আক্তার হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন