কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগ্নে জাহিদুল ইসলাম মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
১৫ এপ্রিল শুক্রবার রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
ভাগ্নে জাহিদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে মাকে নিয়ে থাকতেন। নিহত আফজাল হোসেন রায়হান ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার সহকারী ইংরেজি শিক্ষক ছিলেন।
১৪ এপ্রিল বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে মামা আফজাল হোসেন রায়হানকে ছুরিকাঘাতে হত্যা করে ভাগ্নে জাহিদুল ইসলাম মহসিন। এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল দুই মাস আগে আফজাল হোসেন রায়হানের ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার বিকেলে টিউবওয়েলে অজু করতে গেলে আফজালকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন মহসিন। গুরুতর আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই মহসিন পালিয়ে যায়।
