হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা। সংঘর্ষ। আটক ২ জন।
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় ৩ পুলিশ সদস্য সহ বিএনপি’র ৩০ নেতা- কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
পূর্বঘোষিত কেন্দ্রিয় বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি ছাড়াও গত রবিবার বিএনপি’র দুটি কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজ জেলা শহরের রথখলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু করার কর্মসূচি ছিল। শহরের বয়লা এলাকা থেকে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়ার নেতৃত্বে একটি মিছিল এবং শোলাকিয়া এলাকা থেকে পৌর বিএনপি’র আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের নেতৃত্বে আরেকটি মিছিল পুরান থানা এলাকায় পৌঁছে।
সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মিছিলে বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের ওপর পাথর ও ইট- পাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, সংঘর্ষে মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন সহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম বলেন, পুলিশের রাবার বুলেট ও লাঠিচার্জে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী আহত হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন